
রেফারি আতিকুর রহমানকে মাঠ থেকে বের করে দেওয়া ও পরীক্ষার আগেই অনিয়মের অভিযোগে আজ থেকে শুরু হওয়া কাবাডি রেফারি পরীক্ষা বর্জন করলেন সাত রেফারি। গতকাল শনিবার জাতীয় কাবাডি স্টেডিয়ামে এসে এমন কথাই জানান আতিকুর রহমান। তার কথা, ‘আমাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে তিন দিন আগে। এছাড়া এখানে এসে শুনেছি, বর্তমান কমিটির বিপক্ষে যারা আছে তারা ভালো পরীক্ষা দিলেও পাশ করানো হবে না। গোপন এমন তথ্যেরভিত্তিতে আমরা৭ জন দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত হওয়া রেফারি প্রশিক্ষক এই কোর্স বর্জন করেছি।’
আরেক রেফারি মেহেদী হাসান সুমন বলেন, ‘আমরা আন্তর্জাতিক তিনটি কাবাডি টুর্নামেন্ট পরিচালনা করেছি। কিন্তু বর্তমান ফ্যাসিস্ট কমিটির পক্ষে না থাকায় বিজয় দিবস ও জাতীয় কাবাডি প্রতিযোগিতায় আমাদের রাখা হয়নি। তাই আমরা সাতজন (মেহেদী হাসান সুমন, আতিকুর রহমান, মাহবুবুর রহমান বিজন, আন-নাফি, প্রিন্স মাহমুদ, দেলোয়ার হোসেন, জিল্লুর রহমান) এই কোর্স বয়কট করেছি।’