ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ক্রীড়াঙ্গনের নির্বাচনও স্থগিত

ক্রীড়াঙ্গনের নির্বাচনও স্থগিত

৫ আগস্ট পরবর্তী সময়ে ফুটবল, ক্রিকেট ছাড়া সকল ফেডারেশনেই অ্যাডহক কমিটি। মাস খানেক জাতীয় ক্রীড়া পরিষদ সকল ফেডারেশন-এসোসিয়েশনের উদ্দেশ্যে নির্বাচনের প্রস্তুতির জন্য চিঠি দিয়েছিল। গলফ ফেডারেশনের নির্বাচনি প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। আরও কয়েকটি ফেডারেশনের নির্বাচন কর্মকাণ্ড শুরুর অবস্থায় ছিল।

গতকাল নির্বাচন কমিশন এক আদেশ জারি করেছে। সেখানে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটের আগে কোনো পেশাজীবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংবাদিক, বণিক সমিতিসহ সকল সংগঠনের নির্বাচন ১২ ফেব্রুয়ারির পর আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। গলফ ফেডারেশনে এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। নির্বাচন কমিশনের আদেশের প্রেক্ষিতে কর্মকাণ্ড স্থগিত হচ্ছে, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গলফ ফেডারেশনের নির্বাচন আপাতত স্থগিত। অন্য কোনো ফেডারেশন-এসোসিয়েশনের নির্বাচনের কর্মকাণ্ড শুরু হবে না জাতীয় নির্বাচনের আগে’, বলেন পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান।

গতকাল রাতে নির্বাচন কমিশনের আদেশের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়াঙ্গনেও নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। তবে এখন পর্যন্ত গলফ ফেডারেশন কিংবা সকল ফলে উদ্দেশ্যে এই সংক্রান্ত কোনো চিঠি দেয়নি ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ। নির্বাচন কমিশনের আদেশ স্বয়ংক্রিয়ভাবে ক্রীড়াঙ্গনের জন্য কার্যকর বলে মনে করেন পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান। জাতীয় নির্বাচন ও গণভোট প্রভাবমুক্ত রাখতে নির্বাচন কমিশনের এমন নির্দেশনা।

গতকাল বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ ১১ ফেডারেশনের সঙ্গে বৈঠক করে। সেপাক টেকরো, রাগবি, বেসবলসহ আরও কয়েকটি ফেডারেশন-এসোসিয়েশন তাদের অফিস কক্ষ সমস্যা সমাধান চায়। জাতীয় ক্রীড়া পরিষদের নতুন নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান সংকট পূরণের আশ্বাস দিয়েছেন। মওলানা ভাসানী স্টেডিয়াম, জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো ভবন, জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে অব্যবহৃত ও অতিরিক্ত কক্ষ ১১ ফেডারেশনের মধ্যে বণ্টন করার পরিকল্পনা জাতীয় ক্রীড়া পরিষদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত