ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কেয়ামতের দিন আল্লাহ যাদের সঙ্গে কথা বলবেন না

কেয়ামতের দিন আল্লাহ যাদের সঙ্গে কথা বলবেন না

তিন শ্রেণির মানুষের প্রতি কিয়ামতের দিন মহান আল্লাহ খুব রাগান্বিত থাকবেন। তাদের দিকে ফিরেও তাকাবেন না। আবু জর (রা.) বলেন, নবী (সা.) বলেছেন, তিন ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। ১. খোঁটা দাতা : যে ব্যক্তি কিছু দান করেই খোঁটা দেয়, ২. যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রয় করে এবং ৩. যে ব্যক্তি টাখনুর নিচে ঝুলিয়ে শার্ট/প্যান্ট পরিধান করে। (মুসলিম : ১০৬)। এই হাদিসে তিন শ্রেণির মানুষের কথা উল্লেখ করা হয়েছে- ১. খোঁটা দাতা : যে ব্যক্তি দান করে পরে খোঁটা দেয়, তার দানের সওয়াব নষ্ট হয়ে যায়। মহান আল্লাহ বলেন, ‘হে ঈমানদাররা, তোমরা খোঁটা ও কষ্টদানের মাধ্যমে তোমাদের সদকা নষ্ট করো না।’ (সুরা বাকারা : ২৬৪)। ২. মিথ্যা শপথে পণ্য বিক্রেতা : ব্যবসার ক্ষেত্রে মিথ্যা শপথ খুব বড় গোনাহ। নবী (সা.) বলেছেন, ‘ব্যবসায়ীরা মিথ্যাবাদী হয়, তবে যে আল্লাহভীরু, সৎ ও সত্যবাদী সে ছাড়া।’ (তিরমিজি : ১২১৮)। মিথ্যা শপথের দ্বারা সামান্য লাভ হয়, কিন্তু বরকত উঠে যায়। বোখারিতে এসেছে, ‘শপথ পণ্যের বিক্রি বাড়ায়, কিন্তু বরকত মুছে দেয়।’ ৩. যে টাখনুর নিচে পোশাক ঝুলিয়ে পরে : শার্ট/প্যান্ট টাখনুর নিচে ঝুলানো অহংকারের নিদর্শন। রাসুল (সা.) বলেছেন, ‘যার কাপড় অহংকারবশত টাখনুর নিচে থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না।’ (বোখারি : ৫৭৮৮)। তবে হাদিসের অন্যান্য বর্ণনায় স্পষ্ট, মূল নিষেধ অহংকারের কারণে। যদি অগোচরে বা প্রয়োজনবশত নিচে চলে যায়, তবে গোনাহ নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত