ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

আরব আমিরাতের কাছে লজ্জার হার বাংলাদেশের

আরব আমিরাতের কাছে লজ্জার হার বাংলাদেশের

লজ্জার ষোলোকলা পূর্ণ হলো। শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেছে টাইগাররা। বাংলাদেশ ম্যাচটা হেরে গিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

বুধবার অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৮৪ রানে ৮ উইকেট হারায়। তবে আফিফ হোসেন ও তাসকিন আহমেদের দৃঢ়তায় দলটি শেষ পর্যন্ত ১৬২ রানে পৌঁছায়।

কিন্তু বোলাররা এই স্কোর রক্ষা করতে ব্যর্থ হন। ৭ উইকেট আর ৫ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আমিরাত।

প্রথম ম্যাচে হারের পর পরপর দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।

আবা/এসআর/২৫

আরব আমিরাত,সিরিজ,বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত