ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় দলে ফিরতে সাকিবের করণীয় কী, জানালেন তামিম

জাতীয় দলে ফিরতে সাকিবের করণীয় কী, জানালেন তামিম

এক বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান। আ. লীগের সংসদ সদস্য হওয়ার পর জনরোষের শঙ্কা ও একাধিক মামলার কারণে আর দেশে ফেরেননি তিনি। সরকার পতনের পর দুইটি সিরিজে খেললেও এরপর থেকে জাতীয় দলে আর দেখা যায়নি তাকে।

এদিকে বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল।

ফলে প্রশ্ন উঠেছে, তামিম বোর্ডে এলে সাকিব কি আবারও জাতীয় দলে ফিরতে পারবেন? সম্প্রতি এক পডকাস্টে এ নিয়ে নিজের মত জানিয়েছেন তামিম।

তিনি বলেন, ‘সে একজন অ্যাকটিভ ক্রিকেটার। সে বাংলাদেশের ক্রিকেটার। এখন সে যদি ফিট থাকে, অনুশীলন করতে পারে এবং নির্বাচকরা যদি তাকে দলে রাখার যোগ্য মনে করেন, অবশ্যই সে জাতীয় দলে ফিরতে পারবে। তবে তাকে দেশে ফেরানোটা আমার হাতে নেই। এখানে আইনি বিষয় জড়িত।’

সাকিবের নামে থাকা মামলার প্রসঙ্গেও তামিম কথা বলেন। তিনি বলেন, ‘দেশের পরিস্থিতি তো আমি নিয়ন্ত্রণ করতে পারব না। তার বিরুদ্ধে মামলা আছে, সে যদি সেগুলোর মুখোমুখি হতে পারে এবং জাতীয় দলের অনুশীলনে অংশ নিতে পারে, নিঃসন্দেহে তার জন্য দরজা খোলা থাকবে। সে আমেরিকান বা পর্তুগিজ ক্রিকেটার নয়, সে বাংলাদেশের।’

তামিম আরও যোগ করেন, ‘কোর্টে মামলা চালানো বা মামলা উঠিয়ে নেওয়া বিসিবির কাজ নয়। সাকিবকে দেশের হয়ে খেলতে হলে আগে দেশে ফিরতে হবে, অনুশীলন করতে হবে। এটা তার দেশ, তার ক্যারিয়ার; সে করবে কি না সেটা তার নিজের সিদ্ধান্ত।’

জানালেন তামিম,সাকিবের করণীয়,জাতীয় দল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত