
বড় জয় দিয়েই এশিয়া কাপ শুরু করলো আফগানিস্তান। ২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচেই দাপট দেখালো আফগানরা। হংকংকে ৯৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে রশিদ খানের দল।
আবুধাবিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় আফগানিস্তান। জবাবে পুরো ২০ ওভার খেললেও ৯ উইকেটে ৯৪ রানের বেশি করতে পারেনি হংকং।
১৮৯ রানের লক্ষ্য তাড়ায় ২২ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে হংকং। চার ব্যাটারের মধ্যে দুইজন হন রানআউট।
এরপর বাবর হায়াত আর অধিনায়ক ইয়াসিম মোর্তজাই যা একটু লড়াই করেছেন। বাবর ৪৩ বলে করেন ৩৯ রান। ইয়াসিমের ব্যাট থেকে আসে ২৬ বলে ১৬। বাকি ব্যাটারদের কেউ দুই অংকও ছুঁতে পারেননি।
এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমে আফগানদের শুরুটাও কিন্তু খুব একটা ভালো হয়নি। তৃতীয় ওভারেই ক্যাচ দিয়ে আসেন তারকা ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। পরের ওভারে ইব্রাহিম জাদরানও ক্যাচ দেন। তবে তৃতীয় উইকেটে ওপেনার সেদিকুল্লাহ অটল ও মোহাম্মদ নবি ৫১ রানের জুটি গড়ে প্রাথমিক বিপদ এড়ান। নবির পর গুলবাদিন নাইব আউট হলে একশর আগেই ৪ উইকেট হারিয়ে বসে আফগানরা।
অবশ্য এরপরই আফগানদের সবচেয়ে কার্যকর জুটিটি গড়ে ওঠে। সেদিকুল্লাহ অটল ও আজমতউল্লাহ ওমরজাই পঞ্চম উইকেটে হংকংয়ের বোলারদের বেধড়ক পিটিয়ে ৮২ রান যোগ করেন। এর মধ্যে ছয় নম্বরে ব্যাট করতে নামা ওমরজাই ২১ বলে ৫ ছক্কা ও ২ চারে ৫৩ রান করে বড় ভূমিকা রাখেন। ওপেনার অটল ৫২ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন।
আবা/এসআর/২৫