ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শ্রীলঙ্কার কাছে বড় হার বাংলাদেশের

শ্রীলঙ্কার কাছে বড় হার বাংলাদেশের

এশিয়া কাপে বাংলাদেশকে উড়িয়ে দারুণ এক শুরু যাত্রা শুরু করলো শ্রীলঙ্কা। হংকংকে হারিয়ে এশিয়া কাপে যাত্রা শুরুর পর দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ভরাডুবি হলো টাইগারদের।

নিজেদের দ্বিতীয় ম্যাচে লিটন-তানজিদরা ব্যর্থ হলেও শেষ দিকে জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটওয়ারীর ব্যাটে ভর করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তুলতে পারে ১৩৯ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মোস্তাফিজের বলে কুশল মেন্ডিসকে হারালেও এরপর আর চাপ তৈরি করতে পারেনি টাইগাররা। পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারার ব্যাটে ভর করে এগিয়ে যায় লঙ্কানরা। দুজন মিলে মাত্র ৫২ বলে যোগ করেন ৯৫ রান। ৩৪ বলে অর্ধশতক পূর্ণ করে নিশাঙ্কা আউট হলেও অপর প্রান্ত আগলে রাখেন মিশারা। তিনি শেষ পর্যন্ত ৩২ বলে অপরাজিত ৪৬ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। লঙ্কানরা জয় পায় ৬ উইকেট হাতে রেখে এবং ৩২ বল বাকি থাকতেই।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শূন্য রানেই হারায় ২ উইকেট। এরপর ১১ রানে ৩য়, ৩৮ রানে ৪র্থ ও ৫৩ রানে হারায় ৫ম উইকেট। এরপরই ঘুরে দাঁড়ান জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারী। অপরাজিত ৮৬ রানের জুটি গড়ে ১৩৯ রানের লড়াকু পুঁজি এনে দেন তারা দু‘জন। ৩৪ বলে ৪১ রান করেন জাকের আলী অনিক ও সমান বলে ৪২ রান করেন শামীম হোসেন পাটোয়ারী। ২৮ রান করেন লিটন দাস।

আবা/এসআর/২৫

শ্রীলঙ্কা,হার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত