ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ব্যাটিং ব্যর্থতায় ১২৭ রানে আটকে গেলো পাকিস্তান

ব্যাটিং ব্যর্থতায় ১২৭ রানে আটকে গেলো পাকিস্তান

ভারতের বোলিংয়ে একক আধিপত্য দেখা গেলো আজকের ম্যাচেও। বল হাতে জাসপ্রিত বুমরাহ-কুলদিপ যাদবদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান সংগ্রহ করতে পেরেছে পাকিস্তান।

ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারে দুই উইকেট হারায় পাকিস্তান। ইনিংসের প্রথম বলে ওপেনার সাইম আইয়ূব ফিরে যান। পরের ওভারে সাজঘরে ফেরেন মোহাম্মদ হারিস। রান পাননি আগা, হাসান আলী কিংবা মোহাম্মদ নওয়াজরা। ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। সেখান থেকে ৯ উইকেটে ১২৭ রানে থেমেছে তাদের ইনিংস।

পাকিস্তানের হয়ে সর্বাধিক ৪০ রান করেন ওপেনার শাহিবজাদা ফারহান। এই তরুণ ওপেনার ৪৪ বলে করেছেন ৪০ রান। এরপর সালমান আলি আগা, হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজরা যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। এক প্রান্তে এমন ব্যাটিং ধসের মাঝেও আরেক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেছেন ফারহান।

দলের রান বাড়িয়ে নেওয়ার কাজটা করেছেন নয় নম্বরে ব্যাটিংয়ে নামা বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদি। তিনি ১৬ বলে চার ছক্কায় ৩৩ রান করেছেন। এছাড়া ফখর জামানের ব্যাট থেকে ১৫ বলে ১৭ রান আসে।

আবা/এসআর/২৫

ভারত,লক্ষ্য,পাকিস্তান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত