ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ ম্যাচের আগে গুরুত্বপূর্ণ পেসারকে হারালো আফগানিস্তান

বাংলাদেশ ম্যাচের আগে গুরুত্বপূর্ণ পেসারকে হারালো আফগানিস্তান

এশিয়া কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বাংলাদেশ এবং আফগানিস্তান মুখোমুখি হওয়ার আগে আফগান দল দুঃসংবাদ পেয়েছে। চোটের কারণে তাদের গুরুত্বপূর্ণ পেসার নাভিন উল হক পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, নাভিন এখনও চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি এবং মেডিকেল টিম তাকে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর জন্য ফিট ঘোষণা করেনি। তাই পুনর্বাসন প্রক্রিয়া চলাকালীন তার জায়গায় দলে নেওয়া হয়েছে নতুন পেসার আব্দুল্লাহ আহমাদজাইকে।

নাভিন উল হক প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে একাদশে ছিলেন না। এবার চোটের কারণে এশিয়া কাপের পুরো পর্বই তার জন্য শেষ হয়ে গেল।

আব্দুল্লাহ আহমাদজাই সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন এবং তার উপর এবার আফগানিস্তানের আশা থাকবে।

গ্রুপ ‘বি’, যা ‘ডেথ গ্রুপ’ হিসেবে পরিচিত, ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে। দুটি করে ম্যাচ খেলে বাংলাদেশ একটি জয় পেয়েছে, হংকং এখনো জয় দেখেনি। আফগানিস্তান ও শ্রীলঙ্কা নিজেদের প্রথম ম্যাচে জয় নিশ্চিত করেছে।

সুপার ফোরে যাওয়ার দৌড়ে বাংলাদেশর জন্য এখন সমীকরণ কিছুটা জটিল। আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি টিম টাইগার্সের জন্য এক ‘ডু অর ডাই’ পরিস্থিতি হিসেবে বিবেচিত হবে।

আফগানিস্তান,পেসারকে হারালো,বাংলাদেশ ম্যাচ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত