অনলাইন সংস্করণ
১৩:৫০, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
এশিয়া কাপে আশার ফানুস চুপসে গেছে বাংলাদেশ দলের। টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়ক লিটন দাস জানিয়েছিলেন, সেরা খেলা উপহার দিতে চান তারা। তবে মাঠে নেমে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যায়নি। হংকংয়ের বিপক্ষে জয় পেলেও দর্শকদের মন ভরাতে পারেনি টাইগাররা।
এরপর শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরে আরও চাপে পড়েছে দল। তিন বিভাগে ব্যর্থতায় বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন এখন সুতোর ওপর ঝুলছে। এর মধ্যেই আজ (মঙ্গলবার) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচে নামছে লিটনরা। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায়।
এই ম্যাচে জিততে পারলেই কিছুটা আশা জাগবে সুপার ফোরের, হারলে বিদায় নিশ্চিত হবে বাংলাদেশের। তাই একাদশ সাজাতে টিম ম্যানেজমেন্ট নিচ্ছে বাড়তি সতর্কতা।
আজ আফগানদের বিপক্ষে গত ম্যাচে ব্যর্থ হওয়া তাওহীদ হৃদয়ের পরিবর্তে চার নম্বরে ফিরতে পারেন সাইফ হাসান। এছাড়া শেখ মেহেদীর জায়গায় সুযোগ মিলতে পারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। ফিটনেস সমস্যা কাটিয়ে ফেরার অপেক্ষায় আছেন পেসার তাসকিন আহমেদ। ফলে বাদ পড়তে পারেন শরিফুল ইসলাম।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও তাসকিন আহমেদ।