ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারালো পাকিস্তান

শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারালো পাকিস্তান

এশিয়া কাপের সুপার ফোরে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দুই ওভার হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান। অপরদিকে টানা দুই হারে টুর্নামেন্টের সবথেকে চাপে থাকা দল এখন শ্রীলঙ্কা।

এদিন ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করে পাকিস্তান। পাঁচ ওভারেই ৪৩ রান তুলে ফেলে সাহেবজাদা ফারহান আর ফখর জামানের উদ্বোধনী জুটি। তবে পাওয়ারপ্লের শেষ ওভারে দুই ওপেনার ফিরে গেলে বিপাকে পড়ে যায় পাকিস্তান। সেখান থেকে নবম ওভারের মধ্যে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৫৭/৪। তখন ১৩৪ রানের লক্ষ্যটাকে মনে হচ্ছিল দূর আকাশের তারা!

তবে এরপর হুসেইন তালাত হাল ধরেন পাকিস্তানের। প্রথমে মোহাম্মদ হারিসকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডে যোগ করেন মূল্যবান ২৩ রান। ইনিংসের ১২তম ওভারে হারিস বিদায় নিলে আবারও চাপে পড়ে যাচ্ছিল দলটা।

তবে শেষমেশ সে চাপটাকে আর ঘাড়ের ওপর জাঁকিয়ে বসতে দেননি তালাত, সঙ্গী হিসেবে এরপর তিনি পেয়েছেন মোহাম্মদ নওয়াজকে। দুজন মিলে ষষ্ঠ উইকেটে ৫৮ রান তোলেন, সেটাই পাকিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যায়।

পাকিস্তানের হয়ে তালাত ৩০ বলে ৩২ এবং নওয়াজ ২৪ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কার হয়ে থিকসানা ও হাসারাঙ্গা দুটি করে উইকেট নেন। বাকি উইকেটটি শিকার করেন চামিরা। দুই উইকেট ও অপরাজিত ৩২ রানে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন হুসাইন তালাত।

আবা/এসআর/২৫

শ্রীলঙ্কা,হার,পাকিস্তান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত