ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ে রাজশাহীর সংগ্রহ মাত্র ১৩২

ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ে রাজশাহীর সংগ্রহ মাত্র ১৩২
ছবি: সংগৃহীত

বিপিএলের দ্বাদশ আসরে দুর্দান্ত সূচনা করা রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটিংয়ে এবার ছন্দপতন ঘটাল ঢাকা ক্যাপিটালস। ইমাদ ওয়াসিমদের আঁটসাঁট ও পরিকল্পিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না শান্ত–মুশফিকরা। নির্ধারিত ২০ ওভারে রাজশাহীর সংগ্রহ থেমে যায় ১৩২ রানে।

শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। সিদ্ধান্ত যে একদম ঠিক ছিল, তা প্রমাণ হয়ে যায় ইনিংসের প্রথম বলেই। কোনো রান না করেই সাজঘরে ফেরেন ওপেনার সাহিবজাদা ফারহান।

প্রাথমিক ধাক্কা সামলে রাজশাহীকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে জুটি বেশিদূর এগোয়নি। তানজিদ থামেন ২০ রানে, আর আগের ম্যাচে সেঞ্চুরি করা শান্তর ব্যাট থেকে আসে ৩৭ রান। মিডল অর্ডারে কিছুটা লড়াই দেখান মোহাম্মদ নেওয়াজ (২৬) ও মুশফিকুর রহিম (২৪), কিন্তু কেউই ইনিংস বড় করতে পারেননি।

শেষদিকে ব্যাটারদের ব্যর্থতায় বড় ধাক্কা খায় রাজশাহী। শেষ পাঁচ ওভারে আসে মাত্র ২৬ রান, যা ইনিংসের গতি পুরোপুরি থামিয়ে দেয়। ফলে অল্প রানেই গুটিয়ে যায় দলটি।

ঢাকার হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ইমাদ ওয়াসিম। চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। নাসির হোসেন শিকার করেন দুটি উইকেট, আর বাকি তিনটি উইকেট ভাগ করে নেন আরও তিন বোলার।

রাজশাহী ওয়ারিয়র্স,ঢাকা ক্যাপিটালস,বিপিএল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত