ঢাকা শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বসুন্ধরা কিংস ছাড়ার ঘোষণা দিলেন কিউবা মিচেল

বসুন্ধরা কিংস ছাড়ার ঘোষণা দিলেন কিউবা মিচেল

বসুন্ধরা কিংস ছাড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার কিউবা মিচেল। চলতি মৌসুমে ইংল্যান্ডের সান্ডারল্যান্ড থেকে বসুন্ধরায় যোগ দিয়েছিলেন তিনি। সম্ভাবনাময় এই প্রবাসী ফুটবলারকে দলে ভিড়িয়ে চমক সৃষ্টি করেছিল কিংস। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেন কিউবা।

শনিবার (৩ জানুয়ারি) সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন কিউবা মিচেল।

পোস্টে তিনি লিখেছেন, আজ আমি বকেয়া বেতন পরিশোধ না হওয়ায় বসুন্ধরা কিংসের সঙ্গে আমার চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। এটাই ছিল আমার সিদ্ধান্তের প্রধান কারণ। তবে দীর্ঘদিন ধরে নানা সমস্যার সমাধান না হওয়া অবস্থায় খেলা চালিয়ে যাওয়া মানসিক ও শারীরিক—দুই দিক থেকেই অত্যন্ত কঠিন ছিল।

তিনি আরও উল্লেখ করেন, এখানে আমার সময়টা স্বল্প হলেও তা ছিল গুরুত্বপূর্ণ। আসার পর থেকেই আমি এখানকার জীবনযাপন, সংস্কৃতি এবং মানুষকে আপন করে নিয়েছি। কিছু দারুণ সতীর্থ ও সমর্থকের সঙ্গে পরিচয় হয়েছে, যারা আমাকে আপন করে নিয়েছেন এবং আবারও মনে করিয়ে দিয়েছেন কেন আমি এই খেলাটিকে ভালোবাসি।

কিউবা মিচেল বলেন, আমার অবস্থানকালে আমি সবসময় পেশাদারিত্ব বজায় রেখেছি। নিয়মিত অনুশীলন করেছি, ম্যাচ খেলেছি এবং ক্লাবের জার্সির প্রতি সম্মান রেখে নিজেকে উপস্থাপন করেছি। একজন ফুটবলার শুধু মাঠের পারফরম্যান্সই দেয় না; আমরা দিই অঙ্গীকার, শৃঙ্খলা ও বিশ্বাস। এর বিনিময়ে ন্যূনতম দায়িত্বগুলো পূরণ করা অবশ্যই প্রয়োজন।

তবে তিনি নিশ্চিত করেন, ‘এই পরিস্থিতি সত্ত্বেও আমি কোনো তিক্ততা নিয়ে বিদায় নিচ্ছি না। অল্প সময়ের মধ্যে গড়ে ওঠা সম্পর্ক ও অর্জিত অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ। সেই স্মৃতিগুলো আমার সঙ্গে থাকবে।’

তিনি আরও উল্লেখ করেছেন, বাংলাদেশের ফুটবল আরও ভালো কিছু পাওয়ার যোগ্য। খেলাটির জন্য প্রতিদিন ত্যাগ স্বীকার করা খেলোয়াড়দের ন্যায্যতা ও উন্নত কাঠামো প্রয়োজন। এখানে বিপুল আবেগ ও সম্ভাবনা রয়েছে, যা অবশ্যই রক্ষা করা উচিত।

শেষে কিউবা মিচেল লিখেছেন, আমি আশা করি, যারা একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন—বিশেষ করে বেতন না পাওয়া বা প্রতিশ্রুতি ভঙ্গের কারণে নীরবে কষ্ট পাচ্ছেন—তারা নিজেদের কণ্ঠস্বর খুঁজে পাবেন। ন্যায্য ও পেশাদার আচরণ প্রত্যাশা করার জন্য কোনো খেলোয়াড়েরই অসহায় বোধ করা উচিত নয়। আমি সামনে যা আসছে, তা স্পষ্টতা ও লক্ষ্য নিয়ে গ্রহণ করছি।

কিউবা মিচেল,বসুন্ধরা কিংস,চুক্তি,ফুটবলার,বকেয়া বেতন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত