ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ আসবে কি না, সেটা তাদের সিদ্ধান্ত: হরভজন সিং

বাংলাদেশ আসবে কি না, সেটা তাদের সিদ্ধান্ত: হরভজন সিং

ধর্মীয় কারণে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের ক্রিকেটপাড়া সরগরম হয়ে উঠেছে। এই ঘটনার জেরে বাংলাদেশ এবার ভারতের মাটিতে অনুষ্ঠিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।

এ পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে আবেদন করেছে, যাতে টাইগার দলের ম্যাচগুলো ভারতের বাইরে অনুষ্ঠিত হয়। কারণ বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশিরা সেখানে নিরাপদ বোধ করছেন না।

ভারতের সাবেক স্পিনার হরভজন সিং এ বিষয়ে বলেছেন, ভারত সবাইকে স্বাগত জানাতে প্রস্তুত, তবে আসা না-আসাটা বাংলাদেশের সিদ্ধান্ত।

বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘গত কয়েক দিনের ঘটনায় বাংলাদেশ ভারতে আসতে চাইছে না। বাংলাদেশে যা হয়েছে, তা ঠিক নয়। আইসিসি এখন তাদের অনুরোধের বিষয়ে কী সিদ্ধান্ত নেবে, সেটাই দেখার বিষয়। আমরা সবাইকে ভারতে স্বাগত জানাই, কিন্তু তারা আসবে কি না-সেটা তাদের নিজেদের ভাবতে হবে।’

এদিকে মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

হরভজন সিং,বাংলাদেশ আসবে কি না
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত