ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

হয় ভারতে খেলতে হবে, না হয় পয়েন্ট হারাতে হবে: বিসিবিকে আইসিসি

হয় ভারতে খেলতে হবে, না হয় পয়েন্ট হারাতে হবে: বিসিবিকে আইসিসি

নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে রাজি নয় বাংলাদেশ। বিষয়টি নিয়ে মঙ্গলবার আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে আলোচনাও হয়েছে। শুরুতে শোনা গিয়েছিল, আইসিসি এই ব্যাপারে ইতিবাচক। তবে গতকাল (মঙ্গলবার) বিসিবি ও আইসিসির মধ্যকার ভার্চুয়াল কল থেকে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে।

ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে সাফ জানিয়ে দিয়েছে যে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন সম্ভব নয়। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতে যেতেই হবে, নাহলে হারাতে হবে পয়েন্ট! তবে বিসিবির দাবি, এমন কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা আইসিসির পক্ষ থেকে তাদের জানানো হয়নি।

মঙ্গলবার দুই পক্ষের আলাপচারিতায় কী কথা হয়েছে, এখন পর্যন্ত বিসিসিআই বা বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। গত রোববার বিসিবি একটি চিঠি লিখে আইসিসিকে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়টি ‘বিবেচনা’ করতে বলেছিল, যার প্রেক্ষিতেই এই ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে ২০ দলের এই টুর্নামেন্ট শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি। টুর্নামেন্টটি আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ শেষ হওয়ার কথা। বাংলাদেশ রয়েছে 'সি' গ্রুপে। তাদের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় হওয়ার কথা রয়েছে। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ইডেন গার্ডেন্সে ম্যাচ রয়েছে ও ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে মুম্বাইয়ে খেলা।

মূলত বিসিসিআইয়ের এক সিদ্ধান্তের পরই বিসিবি আইসিসিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয়। ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। অথচ গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে কেকেআর ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনেছিল।

আবা/এসআর/২৫

ভারত,খেলা,পয়েন্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত