ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজশাহীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬

রাজশাহীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে। শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ৫ জন এবং ওয়ারেন্টভুক্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মোঃ মোস্তাফিজুর রহমান নয়ন (৩৪) রাজশাহী জেলার পুঠিয়া থানার নয়াপাড়া এলকার মৃত খলিলুর রহমানের ছেলে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক চকপাড়া এলকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজয় ঘোষ, রাজশাহী ব্যুরো,গ্রেফতার,রাজশাহী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত