সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ঢাকার কারওয়ান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহমুদ সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের আলী আহমেদের ছেলে।
ঢাকার তেজগাঁও থানার ওসি (তদন্ত) নাজমুল শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উল্লিখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তেজগাঁও থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির এ বিষয়ে আলোকিত বাংলাদেশকে জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক ওই নেতার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহত যুবদল নেতা রঞ্জু হত্যা ও ১টি বিস্ফোরক মামলা রয়েছে। এসব মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তাকে সিরাজগঞ্জে আনা হবে বলে তিনি উল্লেখ করেন।