ঢাকা বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

চকরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

চকরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

"অধিকার, সমতা, ক্ষমতায়ন—নারী ও কন্যার উন্নয়ন" প্রতিপাদ্যে কক্সবাজারের চকরিয়ায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫। এ উপলক্ষে শনিবার (৮ মার্চ) বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে থানা সেন্টার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক, আইএসইসি প্রজেক্ট ও ব্রেকিং দ্য সাইলেন্সের সার্বিক সহযোগিতায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং ব্রেকিং দ্য সাইলেন্সের কর্মকর্তা মিফতা বিনতে ইউসুফের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ।

সভায় আরও বক্তব্য রাখেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া, উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী গোলাম মোস্তফা, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, ব্র্যাক আইএসইসি প্রজেক্ট চকরিয়ার ফিল্ড কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম ও সাংবাদিক কে.এম. নাছর উদ্দিন।

অনুষ্ঠানে উপজেলা সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুল ইসলাম, আইএসইসি প্রজেক্ট জেলা ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম, স্বপ্না রাজবংশী, আনোয়ারুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের নারী শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন স্তরের নারীরা অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক,নারী,দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত