ফরিদপুরের মধুখালীতে কিশোরদের দ্বন্দ্বের জেরে আব্দুল সাত্তার প্রামাণিক (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ মার্চ) রাতে রায়পুর ইউনিয়নের মাঝকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাতি সোহান প্রামাণিক (১৫) কাজে যাওয়ার পথে কয়েক কিশোর তার কাছে ২শ টাকা দাবি করে। তাতে সে অস্বীকৃতি জানালে মারধর করা হয়। এক পর্যায়ে সে টাকা দিয়ে বাড়ি ফিরে অভিভাবকদেরকে ঘটনা জানালে অভিযুক্তরা তাদের পরিবারের ওপর হামলা চালায়।
এসময় কিশোর সোহানের দাদা আব্দুল সাত্তার প্রামাণিক বাধা দিতে গেলে তাকে ঘুসি মেরে ফেলে দেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় মধুখালী থানায় মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে মধুখালী থানার এস আই মো. রস্তুম আলী জানান, নিহতের ছেলে রুবেল প্রামাণিক বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত ও আরো কয়েকজনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেছে।
তিনি আরো জানান, মামলার স্বার্থে আসামিদের নাম ঠিকানা প্রকাশ করা যাচ্ছেনা।