মাগুরায় শিশু ধর্ষণের মূল আসামিদের ফাঁসির দাবিতে শহরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর ঘেরাও করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।
আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলে, যেখানে মাগুরাসহ দেশের ১২টি জেলা থেকে শিক্ষার্থীরা অংশ নেয়।
শিক্ষার্থীরা শহরের জর্জ কোর্ট সড়ক ও কেশব মোড়ের উভয় সড়ক অবরুদ্ধ করে ধর্ষকদের ফাঁসি ও অন্যান্য আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জেলা আইনজীবী সমিতি, জেলা গণকমিটি, চেম্বার অব কমার্স, সপ্তক সাহিত্য চক্র, জেলা পরিবেশক সমিতি, জেলা মহিলা পরিষদ, সুপ্রভাত বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক সংগঠন। এছাড়া মাগুরার চার উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষও এই কর্মসূচিতে যোগ দেয়।
চার ঘণ্টাব্যাপী চলা এ আন্দোলনের ফলে শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, "আজ আছিয়া নামের মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে, সে আমাদের বোন। তার ধর্ষণকারীদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজ আমরা আদালত চত্বর ঘেরাও করেছি, ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো।"
শিক্ষার্থী হাসিয়ারা খাতুন হাসি বলেন, "শুধু ধর্ষণ নয়, নরপিশাচরা মেয়েটিকে মেরে ফেলারও চেষ্টা করেছে। এটি সমাজের জন্য চরম কলঙ্ক। তাই আমরা চাই, দোষীদের ফাঁসি হোক।"
এ সময় জেলা আইনজীবী সমিতির সদস্যরা বলেন, "আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। ভিকটিমের পাশে আছি ও থাকবো। আমরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের জোর দাবি জানাচ্ছি।"