সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক ইটভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সেইসাথে আরো একটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন। সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ওই উপজেলার খামারগাঁতী নামক স্থানে অভিযান চালানো হয়। এ অভিযানে মেসার্স প্রত্যয় ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সেইসাথে এই এলাকার কয়ড়া গ্রামে অভিযান চালিয়ে পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় মেসার্স মামা ভাগনে ব্রিকস ইটভাটার চিমনি এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে।এ সময় পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।