‘রংপুর অঞ্চলের বিনা উদ্ভাবিত প্রতিকূলতা সহনশীল জাতসমূহের পরিচিতি, সম্প্রসারণ ও শস্য বিন্যাস অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (বুধবার) দিনব্যাপী বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) রংপুর উপকেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইডি রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—এসআরএবি প্রকল্পের পরিচালক কৃষিবিদ ড. মাহবুবুল আলম তালুকদার, পিএসও ও প্রকল্প পরিচালক ড. হাসানুজ্জামান, বিনা রংপুর অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ ড. মোহাম্মদ আলী ও বিনার ক্রপ ফিজিওলজি বিভাগের পিএসও ড. মো. বাবুল আকতার।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন পিএসও ও উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান। এছাড়াও রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ও মোতাব্বের রহমানসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
‘পরমাণু কৌশলের মাধ্যমে হাওর ও চরাঞ্চলের অভিযোজন’ প্রকল্পের অর্থায়নে আয়োজিত এ কর্মশালায় রংপুর বিভাগের আট জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, উপজেলা কৃষি কর্মকর্তা ও বীজ উদ্যোক্তারা অংশ নেন।
কর্মশালায় বিনার উদ্ভাবিত ফসলের জাতের ফলন, সম্প্রসারণ এবং মাঠ পর্যায়ে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে বিশদ আলোচনা হয়।