অনলাইন সংস্করণ
১৯:০৭, ১৮ এপ্রিল, ২০২৫
রংপুর ব্যুরো:ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট চত্বর থেকে গণমিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন আন্দোলনকারীরা।
ছয় দফা দাবি আদায়ে বক্তব্য দেন শিক্ষার্থী হাফিজুর রহমান, সাব্বির হোসেন, ফুয়াদ হাসান, রায়হান ইসলাম ও জান্নাতুল মাওয়াসহ আরো অনেকে। দ্রুত সময়ের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে আগামীতে রংপুরসহ সারাদেশ ব্লকেড করার মতো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ার দেন তারা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন বলেন, দীর্ঘ দিন ধরে পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায়ে নানাভাবে আন্দোলন চালিয়ে আসছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তালবাহানা করেছে। তাই নিজেদের দাবি আদায়ে ছুটির দিন শুক্রবারেও আন্দোলন করতে হচ্ছে। আমরা স্পষ্ট করে বলছি, হাইকোর্টের রায়ে অবৈধভাবে জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি পাওয়া ক্রাফট ইন্সট্রাক্টরদের রায় বাতিল করতে হবে। সেই সঙ্গে পদবি পরিবর্তন ও মামলার সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদেরকে কোনো শক্তিই আন্দোলন থেকে হঠাতে পারবে না।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নের কোনো অগ্রগতি না হলে ফের পুনরায় কর্মসূচি ঘোষণা করা হবে জানান শিক্ষার্থীদের সমন্বয়ক রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী হাফিজুর রহমান।
সমাবেশে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাড়াও ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট, আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, রিট পলিটেকনিক ইনস্টিটিউট, আইইটি পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা অংশ নেন।