ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে বিএসটিআই মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রংপুরে বিএসটিআই মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রংপুর মহানগরীতে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট অভিযানে দুইটি মিষ্টির দোকানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে পরিচালিত এ অভিযানে মেসার্স বিশু সুইটস ও ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে বিএসটিআই-এর সিএম (সনদপ্রাপ্ত মান) লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রয়ের দায়ে ১৯৮৫ সালের ১৫(১)/২৭ ধারা অনুযায়ী প্রতিটিকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোয়ার্দার আসিফ ইকবাল। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই-এর ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম। এছাড়া উপস্থিত ছিলেন পরিদর্শক (মেট্রোলজি) মো. নাসির উদ্দিন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত