ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীতে হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার পুলিশের বিশেষ অভিযানে ৬০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার দৌলতদিয়া হোসেন মণ্ডল পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উক্ত এলাকার সাঈদ প্রামানিকের ছেলে রাকিব প্রামানিক (৩০) ও গোলাম মহিউদ্দিনের ছেলে মো. জানে আলম রিপন (৩৩)।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৪টার দিকে এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে আইয়ুব মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬০ পুরিয়া হেরোইন।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত রাকিব প্রামানিকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মারামারিসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলার চার্জশিট ইতোমধ্যে আদালতে দাখিল করা হয়েছে।

এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, এলাকার মাদক ও অপরাধ দমনকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

হেরোইন,মাদক কারবারি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত