ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সাতক্ষীরায় তিনদিন ব্যাপী ভুমি মেলার উদ্বোধন

সাতক্ষীরায় তিনদিন ব্যাপী ভুমি মেলার উদ্বোধন

”নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি" এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় তিনদিন ব্যাপী ভুমিমেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৫ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্ম মোস্তাক আহমেদ।

মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় ভূমি সেবার উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা অতীশ সরকার।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মইন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অতীশ সরকার, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহির ডাবলু, জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক হাসান আল হাদি, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি , মমতাজ আহমেদ বাপী প্রমুখ।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই ভুমি মেলা আজ রবিবার ২৫ মে থেকে আগামী ২৭ মে পর্যন্ত তিনদিন ব্যাপী চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মেলার স্টল গুলোতে ভুমি সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হবে।

সাতক্ষীরা,ভুমি মেলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত