ঢাকা শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

টেকনাফে পাহাড়ি সড়ক থেকে চালকসহ ৫ জন অপহরণ

টেকনাফে পাহাড়ি সড়ক থেকে চালকসহ ৫ জন অপহরণ

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং-শামলাপুর সংযোগ সড়কে সিএনজিচালিত অটোরিকশার চালক ও চার রোহিঙ্গা যাত্রীকে অপহরণ করেছে ডাকাতদল।

মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলার হোয়াইক্যং বাজার থেকে বাহারছড়ায় যাওয়ার পথে এই অপহরণের ঘটনা ঘটে।

অপহৃত চালক শামসু আলম (৩৫) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দৈংগ্যাকাটা এলাকার মৃত নুর আহমেদের ছেলে। তবে বাকি চারজন রোহিঙ্গা যাত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দৈংগ্যাকাটা এলাকার ব্যবসায়ী শামসুদ্দিন বলেন, ওই এলাকায় বসবাসকারী লোকজনকে বলতে শুনেছি হোয়াইক্যং-শামলাপুর সড়কের মাঝপথে সশস্ত্র ডাকাতদল সিএনজিচালিত অটোরিকশাকে গতিরোধ করে চালক ও যাত্রীদের অপহরণ করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। অপহৃত রোহিঙ্গারা মাছ কিনতে বাহারছড়া যাচ্ছিলেন।

বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শোভন কুমার সাহা বলেন, “ঘটনাস্থল থেকে একটি সিএনজি উদ্ধার করা হয়েছে। একজন চালক ও চারজন রোহিঙ্গাকে অপহরণের বিষয়টি আমরা জেনেছি। অপহৃতদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।”

উল্লেখ্য, চলতি বছরের ২২ মে একই সড়কে আরও পাঁচজনকে অপহরণ করেছিল ডাকাতচক্র। পরে তারা কৌশলে ফিরে আসেন।

অপহরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত