চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে চলমান যানজট, পথচারী ভোগান্তি এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাটের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থাগ্রহণ করছে প্রশাসন।
সোমবার (১৬ জুন) হাজীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইবনে আল জায়েদ হোসেন এর সভাপতিত্বে হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন, ব্যবসায়ীবৃন্দ,হকার ও সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন ।
প্রধান অতিথি বলেন, আমরা অনেক মহানুভবতা দেখিয়েছি, আর নয়। হকারদের ফুটপাত ছেড়ে দিতেই হবে। তারা কোথায় ব্যবসা করবে সেটা তাদের বিষয়, কিন্তু রাস্তা ছাড়তেই হবে।
তিনি আরো বলেন, হাজীগঞ্জ বাজারে প্রতিদিন শত শত মানুষ কেনাকাটা ও যাতায়াত করেন। অথচ বাজারের প্রধান সড়ক ও ফুটপাতজুড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে চলাচল চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এই ভোগান্তি সহ্য করে আসছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত কোনোভাবেই ব্যক্তিগত ব্যবসার জায়গা হতে পারে না। এসব দখলদারিত্বের ফলে শুধু যানজটই নয়, জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের চলাচলও ব্যাহত হয়, যা জননিরাপত্তার জন্যও হুমকি।
জেলা প্রশাসক জানিয়েছেন, অচিরেই অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হবে। প্রশাসনের এ সিদ্ধান্তে এলাকাবাসী ও সচেতন মহল স্বস্তি প্রকাশ করলেও, অনেকেই বলছেন এ ধরনের উদ্যোগ অতীতেও দেখা গেছে, কিন্তু তা স্থায়ী হয়নি।
অন্যদিকে, হকারদের পুনর্বাসন না করে সরাসরি উচ্ছেদ মানবিক দিক থেকে প্রশ্নের মুখে পড়তে পারে এমন মতামতও রয়েছে। অনেকেই মনে করছেন, প্রশাসনের উচিত একটি সংগঠিত পুনর্বাসন পরিকল্পনার মাধ্যমে তাদের বিকল্প ব্যবস্থা করে দেওয়া।
বহুদিন ধরেই হাজীগঞ্জ বাজারের অব্যবস্থাপনা নিয়ে নাগরিকদের ক্ষোভ জমে উঠছিল। প্রশাসনের এ ঘোষণায় অনেকেই আশান্বিত, তবে তারা চান এটি যেন কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে।
জনগণের স্বার্থে, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার স্বার্থে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ এবং নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সবার।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, শিক্ষা কর্মকর্তা আবু ছাঈদ চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, যুব-উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, হাজীগঞ্জ পৌর বাজার পরিদর্শক সাফিউল বাসার রুজমন প্রমুখ।