ঢাকা শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

নোয়াখালীতে দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড, জলাবদ্ধতায় জনদুর্ভোগ

নোয়াখালীতে দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড, জলাবদ্ধতায় জনদুর্ভোগ

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শুক্রবার (২০ জুন) সকালে জেলা আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জানা যায়, জেলা প্রেসক্লাব, জেলা জজ আদালত প্রাঙ্গণ, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক, জজকোর্ট সড়ক, জেলা জামে মসজিদ সড়ক, হাউজিং এস্টেট, বালুর মাঠ, মাস্টারপাড়া, খোন্দকারপাড়া ও মধুসূদনপুর-লক্ষীনারায়নপুরসহ গুরুত্বপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকাগুলো পানিতে তলিয়ে যায়।

এ অবস্থায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী ও সাধারণ পথচারীদের দুর্ভোগ চরমে উঠেছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, পৌরসভার ভেতর দিয়ে প্রবাহিত খালগুলো দখল হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। অপরিকল্পিত আবাসন, দোকানপাট এবং ড্রেনেজ ব্যবস্থার অভাবে পানি বের হওয়ার পথ নেই।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, “গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি নোয়াখালীতে হয়েছে। বৃষ্টিপাতের এই ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।”

জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, “জলাবদ্ধতা নিরসনে একাধিকবার সভা করেছি। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। তবে জনগণেরও সহযোগিতা প্রয়োজন, বিশেষ করে খাল ও নালাগুলো দখলমুক্ত রাখতে।”

জলাবদ্ধতায়,জনদুর্ভোগ,রেকর্ড বৃষ্টি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত