ঢাকা শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে বিদ্যালয়ের দেয়াল ভেঙে রাস্তা নির্মাণের অভিযোগ

রাজবাড়ীতে বিদ্যালয়ের দেয়াল ভেঙে রাস্তা নির্মাণের অভিযোগ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও টয়লেট ভেঙে জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী সাইফুল ইসলাম গংয়ের বিরুদ্ধে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের বরাবর লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম।

প্রধান শিক্ষক জানান, “গত ৫ আগস্টের পর সাইফুল ইসলাম ও তার লোকজন রাতের আঁধারে বিদ্যালয়ের পশ্চিম পাশের দেয়াল ও টয়লেট ভেঙে ফেলে। এ বিষয়ে গত ১১ ডিসেম্বর লিখিত অভিযোগ করি। কিন্তু ওই অভিযোগের তোয়াক্কা না করে সাইফুল ইসলাম গং ঈদুল আযহার ছুটির মধ্যে স্কুলের জমি দখল করে তার বাড়িতে প্রবেশের জন্য ইটের রাস্তা নির্মাণ শুর করে। যে কারণে ১৫ জুন আবারও অভিযোগ করি। এরপর ২৩ জুন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল জুবায়ের প্রিন্স ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এখনো আমরা কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাইনি।”

অভিযুক্ত সাইফুল ইসলাম দেয়াল ভাঙার কথা স্বীকার করে বলেন, “ওই টয়লেট ও জমি আমাদের। তাই ভেঙে রাস্তা প্রশস্ত করেছি। প্রশাসন কাগজপত্র দেখে সিদ্ধান্ত নিক। এই রাস্তার অভাবে প্রায় ৩০-৩৫টি পরিবার, একটি ঈদগাহ মাঠ এবং একটি সরকারি অফিসের লোকজন চরম ভোগান্তিতে রয়েছেন।”

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, “বিষয়টি তদন্তাধীন। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বিদ্যালয়,রাস্তা নির্মাণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত