ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সাতক্ষীরায় ৬টি স্বর্ণের বারসহ নারী চোরাকারবারি আটক

সাতক্ষীরায় ৬টি স্বর্ণের বারসহ নারী চোরাকারবারি আটক

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬টি স্বর্নের বার সহ এক নারী চোরাচালানীকে আটক করা হয়েছে।

আজ বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টায় সদর উপজেলার বাকাল চেকপোস্টে এই অভিযান চালানো হয়।

আটক নারী চোরাচালানীর নাম মোসা: নাসরিন নাহার(৩০)। সে ভোমরা সীমান্তের ইমাম হোসেনের স্ত্রী।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজিবি অধিনায়ক আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা সীমান্তের জিরো পয়েন্ট থেকে ৯ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। সেখান থেকে স্বর্ন পাচার হচ্ছে এমন তথ্য ছিলো। পরে ওই নারীকে তল্লাশি করে ৬টি স্বর্নের বার পাওয়া যায়। যার ওজন ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম। এর বাজারমূল্য ৭৬ লক্ষ ৭৪ হাজার ৫শত ৩৭ টাকা। জব্দকৃত স্বর্ন ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। এছাড়া আটক আসামীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।##

চোরাকারবারি,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত