শেরপুর সদর উপজেলার অন্তর্গত ভাতশালা, কামারিয়া ও রৌহা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী উইনিয়নের উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী। তিনি তার বক্তৃতায় বলেন, আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি। এ দেশে আমরা অন্যায় করবনা এবং দুর্নীতি কাউকে করতে দিবনা। তিনি আরো বলেন, দুর্নীতিবাজদের আতংক একটাই, দেশ নায়ক তারেক রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন শেরপুর-১ (সদর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত নেত্রী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা। তিনি বলেন, আমি শেরপুরের মানুষের জন্য কাজ করে যাচ্ছি এ কাজ চলমান আছে এবং থাকবে। যদি আমি বিএনপির মনোনীত প্রার্থী হয় তবে আপনারা আমাকে একটিবার সূযোগ দিয়ে দেখবেন আমি শেরপুরের উন্নয়ন করতে পারি কিনা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সদস্যসচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম শহিদুল ইসলাম, মোঃ আতাহারুল ইসলাম আতা, যুবদলের শেরপুর সদর আহ্বায়ক পারভেজ আহাম্মেদ, আওয়াল সরকার প্রমূখ।
বক্তারা বর্তমান সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে বলেন, দেশের জনগণ আজ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদারের আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার নির্দেশ দেন।
এই কর্মীসভায় ইউনিয়নের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।