রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে তাদের পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২১ জুলাই) বিকেলে ফেনীতে এবং মঙ্গলবার (২২ জুলাই) নোয়াখালী ও লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পদযাত্রার কথা ছিল। তবে দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতিতে সব কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের ঢাকা পোস্টকে বলেন, `উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা শোকাহত। খাগড়াছড়ি থেকে ফেনীর পথে রওনা হওয়া কেন্দ্রীয় নেতারা এখন ঢাকার দিকে ফিরে যাচ্ছেন। কর্মসূচি পালন করার মতো পরিবেশ নেই, তাই ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের কর্মসূচি স্থগিত করা হয়েছে।'
উল্লেখ্য, পহেলা জুলাই থেকে মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরু করেছে এনসিপি। এর আওতায় ইতোমধ্যেই দেশের কয়েকটি জেলায় কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। আজকের ফেনী পর্বের আয়োজনও পূর্ব নির্ধারিত ছিল।
উত্তরার দুর্ঘটনায় শোকপ্রকাশের অংশ হিসেবে দলটি এসব কর্মসূচি স্থগিত করে কেন্দ্রীয়ভাবে শ্রদ্ধা জানাচ্ছে বলে জানায় নেতারা।