ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে মাত্র ২ টাকায় ইলিশ-ভাত!

পেট ভরে খাচ্ছেন অসহায় মানুষ
রাজবাড়ীতে মাত্র ২ টাকায় ইলিশ-ভাত!

মাত্র ২ টাকায় পেট ভরে ইলিশ-ভাত? বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও সত্যি। রাজবাড়ী রেলস্টেশন সংলগ্ন ফুলতলায় এমনই এক মানবিক উদ্যোগ নিয়েছেন একদল তরুণ। তারা চালু করেছেন ‘২ টাকার হোটেল’। তবে শুধু নামেই দুই টাকার হোটেল বাস্তবে এখানে অসহায় ও হতদরিদ্র মানুষেরা পাচ্ছেন বিনামূল্যে গরম ভাত, ইলিশ মাছের ঝোল ও ডাল।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ফুলতলায় এই ব্যতিক্রমী আয়োজন করেন রাজবাড়ীর কিছু মানবিক চেতনায় উদ্বুদ্ধ তরুণ। ভাড়ায় আনা ডেকোরেটরের চেয়ার-টেবিলে অতিথির মত বসিয়ে ছিন্নমূল, প্রতিবন্ধী, রিকশাচালক, দিনমজুর ও ভিক্ষুকদের খাওয়ানো হয়। আয়োজকরা জানান, তারা এই কার্যক্রম প্রতি সপ্তাহে দুই দিন চালিয়ে যেতে চান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আয়োজনস্থলে এক ধরনের উৎসবমুখর পরিবেশ। ওয়ান টাইম প্লেটে গরম ভাত পরিবেশন করছেন এক তরুণ, আরেকজন এনে দিচ্ছেন বেগুন-আলু দিয়ে রান্না করা ইলিশ মাছের ঝোল। এরপর পরিবেশন করা হয় ঘন ডাল এবং শেষে সবার জন্য ছিল ঠান্ডা কোমল পানীয়।

খাবার খেতে আসা মানিক মোল্লা (৬০) বলেন, “অনেক দিন পর ইলিশ দিয়ে পেট ভরে ভাত খেলাম। এই ছেলেগুলোর জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদের ভালো রাখে।”

৬৫ বছরের করিমন বিবি বলেন, “সারা জীবন অন্যের দয়ার ওপর নির্ভর করে চলি। এমন পেট ভরে খাওয়ার সুযোগ খুব কমই আসে। ইলিশ মাছ খেয়ে খুব ভালো লাগছে।”

এই মানবিক কার্যক্রমের অন্যতম উদ্যোক্তা মাহিন শিকদার বলেন, “আমরা কয়েকজন বন্ধু মিলে দীর্ঘদিন ধরে সমাজের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। ‘২ টাকার হোটেল’ এর মাধ্যমে সেই চেষ্টার নতুন রূপ দিচ্ছি। যদিও টোকেন হিসেবে ২ টাকা রাখা হয়েছে, বাস্তবে কেউ টাকা না দিলেও খেতে পারছেন।”

তিনি আরও জানান, “আজকের খাবার রান্না করেছেন আমার মা। আমরা আমাদের সঞ্চয় থেকে এই আয়োজন করেছি। একজন গরিব মানুষের জন্য ইলিশ দিয়ে পেট ভরে খাওয়া যেন স্বপ্নের মতো। আমরা চাই, অন্তত এই স্বপ্নটা পূরণ করতে।”

এই দলের আরেক সদস্য মনিরুল হক সাগর বলেন, “আমরা ৫০ জনের খাবার আয়োজন করেছি। ভবিষ্যতে এর পরিসর আরও বাড়াতে চাই।”

অন্য সদস্য মো. রাব্বি শেখ বলেন, “কোনো প্রণোদনা বা প্রচারণার জন্য নয় শুধুই মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ থেকেই আমাদের এই প্রচেষ্টা।”

রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল কুদ্দুস বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়। তরুণরা যেভাবে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সমাজের বিত্তবানরাও যদি এমন উদ্যোগে অংশ নেন, তবে আমরা একটি সুন্দর মানবিক সমাজ গড়তে পারব।”

আয়োজকরা জানিয়েছেন, এই উদ্যোগকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে তাদের। ভবিষ্যতে শিশু ও বৃদ্ধদের জন্য বিশেষ আয়োজন এবং চিকিৎসাসেবার মতো কার্যক্রম যুক্ত করারও পরিকল্পনা রয়েছে।

ইলিশ-ভাত,অসহায়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত