ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বরকত উল্লাহ বুলু

ব্যক্তিকে নয়, ধানের শীষ মার্কা দেখে ভোট দেওয়ার আহ্বান

ব্যক্তিকে নয়, ধানের শীষ মার্কা দেখে ভোট দেওয়ার আহ্বান

ব্যক্তিকে দেখে নয়, ধানের শীষ মার্কা দেখে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেছেন, ধানের শীষ মার্কায় নির্বাচিত হলে আগামীর রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার বিকালে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৪ নন্বর ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহিলা উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত দিনের থেকে শিক্ষা নিয়ে নেতাকর্মীদের আগামী দিনে স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতি করার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাখী, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহসিন আলম প্রমুখ।

ধানের শীষ,মার্কা,বরকত উল্লাহ বুলু,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত