ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তাড়াইলে জমিতে বিষ দিয়ে ২ লক্ষাধিক টাকার মাছ নিধন

তাড়াইলে জমিতে বিষ দিয়ে ২ লক্ষাধিক টাকার মাছ নিধন

কিশোরগঞ্জের তাড়াইলে দুর্বৃত্তের বিষে বিভিন্ন প্রজাতির দুই লাখাধিক টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের এলএসডি রোড সুইচ গেইট সংলগ্ন মৃত হাজী তৈয়ব উদ্দিনের ছেলে আবদুল মালেকের ৬০ শতাংশ (৬ কাটা) ফিসারিতে এ ঘটনা ঘটে।

ফিসারির মালিক আবদুল মালেক জানান, তিনি তার ৬ কাটা জমির ফিসারিতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছেন। বুধবার রাতের কোনো এক সময় ফিসারিটিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে দুই লাখাধিক টাকার মাছ নিধন করা হয়।

পরদিন বৃহস্পতিবার সকালে মরা মাছগুলো ভেসে থাকতে দেখে উপজেলা মৎস্য অফিসে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন মৎস্য অফিসের লোকজন।

স্থানীয় বাসিন্দা আল আমিন, বাবুল মিয়া, সুলায়মান, রাব্বি মিয়াসহ আরও অনেকেই বলেন, মানুষের মধ্যে শত্রুতা দেখেছি, কিন্তু মাছের সঙ্গে এ কেমন শত্রুতা! এমন ঘটনা আমাদের এলাকায় প্রথম দেখলাম।

উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, আবদুল মালেকের ফিসারিতে কে বা কারা বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

মাছ নিধন,২ লক্ষাধিক টাকা,তাড়াইলে জমিতে বিষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত