ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ১৭

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ১৭

চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— জেলার সদর উপজেলার জবিলা গ্রামের মান্দার শেখের ছেলে এবং কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তার হোসেন (৩৯), মোহাম্মদ জুমা গ্রামের ইন্তাজ আলীর ছেলে চঞ্চল (৫০), চান আলীর ছেলে মিলটন হোসেন (৪৫), চাঁদপুর গ্রামের মৃত মিলন মিয়ার ছেলে সোহেল রানা (৩৪), মেয়ে সুমি (২৩), তার স্ত্রী মর্জিনা খাতুন (৫০), সুমুর দিয়া গ্রামের মনিরুদ্দীনের ছেলে সাব্বির হোসেন (২৯), জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী শাহিদা খাতুন (৩৭), মৃত হোসেন মন্ডলের ছেলে আলী হিম (৫৮), তার স্ত্রী হাসিনা খাতুন ( ৪৯), তার ছেলে মিন্টু মিয়া (৩০), ফারুক হোসেন (৩৪), কোন্দভ পুর গ্রামের আলী হোসেনের ছেলে ইরাদ হোসেন (২৮), পুরাতন লক্ষীপুর গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে সানোয়ার হোসেন (২৬), গঙ্গা দাসপুর গ্রামের শুকুর আলীর স্ত্রী ছাইরা খাতুন (৪২), দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের রমিজ আলীর ছেলে হাতিম খান (২১) ও ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ভাবা দিনপুর গ্রামের মৃত সাদ্দারুর রহমানের ছেলে শাহিদুর রহমান (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশে পুলিশের পৃথক পৃথক টিম জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ ১৭ জনকে গ্রেপ্তার করে।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। তাদেরকে আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গা আদালতের প্রেরণ করা হয়েছে বলেও জানান তারা।

চুয়াডাঙ্গা,স্বেচ্ছাসেবক লীগ,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত