ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

মৌলভীবাজারের বড়লেখায় সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. মইনুল ইসলাম, সাজাপ্রাপ্ত আসামি জইন উদ্দিন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার আসামি জমির আলী।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, রাজনৈতিক মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একজন সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

মৌলভীবাজার,পুলিশ,বিশেষ অভিযান,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত