ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

র‌্যাবের যৌথ অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

র‌্যাবের যৌথ অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামি গোলাম মোস্তফাকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার লতিফপুর এলাকায় সিরাজগঞ্জের র‌্যাব-১২, র‌্যাব-১৪ ও সিপিসি-৩ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা একই এলাকার ভুয়াপুর উপজেলার চর তালতলা গ্রামের সামছুল হকের ছেলে।

র‌্যাব -১২’র অপস অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় ৫ বছর আগে টাঙ্গাইলের চরতালতলা গ্রামের হযরত আলীর (২৮) সাথে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝলঝলী গ্রামের রুপালী আক্তারের (২৪) বিয়ে হয়। এ বিয়ের পর থেকে রুপালীকে মাঝেমধ্যেই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এক পর্যায়ে ২০২৫ সালের ৯ জুন বিকেলে রুপালী পানিতে ডুবে মারা গেছে বলে প্রচারণা চালানো হয়। এ ব্যাপারে গৃহবধূর ভাই মিনহাজ সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব -১২’র অধিনায়কের দিকনির্দেশনায় সোমবার বিকেলে উল্লেখিত স্থানে যৌথ অভিযান চালানো হয়। এ অভিযানে ওই মামলার ২ নং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

র‌্যাব,যৌথ অভিযান,হত্যা মামলা,আসামি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত