
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া বাজারে ভেজাল কীটনাশক মজুদের অভিযোগে অভিযান চালিয়ে কৃষি উপকরণ বিক্রয় প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উল্লেখিত স্থানে মেসার্স আকন্দ বীজ ট্রেডার্সে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪০ প্যাকেট ভেজাল কীটনাশক জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উল্লেখিত টাকা জরিমানা করা হয়। এ অভিযানে উপজেলা কৃষি অফিসার মো. মমিনুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।