ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনায় মামলা, নারীসহ গ্রেপ্তার ১৪

সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনায় মামলা, নারীসহ গ্রেপ্তার ১৪

সিরাজগঞ্জ পৌর এলাকায় আধিপত্যা বিস্তার নিয়ে দুই মহল্লাবাসীর সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ইতোমধ্যেই সাত নারীসহ ১৪ জনকে গ্রেপ্তার কআ হয়েছে।

সদর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, কয়েক দিন ধরে পৌর এলাকার সরদারপাড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লায় আধিপত্য বিস্তার নিয়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষকারীরা ভাঙচুর ইটপাটকেল ও বাটুল নিক্ষেপ, অগ্নিসংযোগসহ লুটপাটের ঘটনাও ঘটায়। দফায় দফায় এ তুমুল সংঘর্ষে নারীরাও জড়িয়ে পড়েন। এতে উভয় মহল্লার নারীসহ অর্ধশতাধিক আহত হন। আহতদের মধ্যে তিন নারীসহ ১৭ জনকে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সদর থানার এসআই আলামিন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় উল্লেখিত মামলা দায়ের করেন। পুলিশ শনিবার রাত থেকে সোমবার গভীর রাত পর্যন্ত কয়েক দফা অভিযান চালিয়ে ৭ নারীসহ ১৪ জনকে গ্রেপ্তার করে।

এ গ্রেফতার অভিযান অব্যাহত থাকায় সংঘর্ষ এলাকায় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,সংঘর্ষ,মামলা,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত