ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান

সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান

দীর্ঘ ১৯ বছর পর আগামী রোববার বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়ায় যাওয়ার পথে যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক এলাকায় মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ নেবেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার বিকেলের দিকে বিসিক শিল্পপার্ক এলাকায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত অনুষ্ঠান হবে। এ দোয়া মাহফিলে তারেক রহমান অংশ নেবেন। এ মাহফিলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সিরাজগঞ্জ-২ আসনের (সদর-কামারখন্দ) বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ইতোমধ্যে বিএনপির নেতাদের সঙ্গে অনুষ্ঠানস্থল পরিদর্শন করা হয়েছে। তাঁর আগমন ও দোয়া মাহফিলকে সফল করতে দলের পক্ষ থেকে সকল প্রস্তুতিও নেয়া হয়েছে। তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর এই প্রথম উত্তরবঙ্গের বগুড়ায় তার পিতৃভূমিতে যাচ্ছেন।

এদিকে তারেক রহমানের সিরাজগঞ্জে আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

সিরাজগঞ্জ,দোয়া মাহফিল,তারেক রহমান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত