ঢাকা শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

দর্শনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

দর্শনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার আজিমপুরে ডোবার পানিতে ডুবে সাঈদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বাড়ির পাশের ডোবাতে এ ঘটনা ঘটে।

নিহত সাঈদ উপজেলার দর্শনা পৌরসভার আজমপুর কবরস্থান এলাকার মোহাম্মদ রুবেল হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ শুক্রবার বিকেলে সাঈদ বাড়ির পাশে খেলা করার সময় ডোবাতে পড়ে যায়। এরপর তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ডোবা থেকে তার লাশ উদ্ধার করে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আমি ঘটনাটি শুনেছি।

দর্শনা,শিশুর মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত