ঢাকা রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের মধ্যে ১৭৮টি অধিক ঝুঁকিপূর্ণ

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের মধ্যে ১৭৮টি অধিক ঝুঁকিপূর্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জে ৬টি আসনের ৯২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ১৭৮টি ও ঝুঁকিপূর্ণ ২৮১টি ভোটকেন্দ্র রয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রগুলোতে কঠোর নজরদারিসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ওই বিভাগ সূত্রে জানা যায়, এ জেলার ৬টি সংসদীয় আসনের ৯২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৬৪টি ভোটকেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু আলোকিত বাংলাদেশকে বলেন, ইতিমধ্যেই জেলা ও উপজেলার চর ও দুর্গম অঞ্চলের কেন্দ্রগুলো পর্যায়ক্রমে পরিদর্শন করা হয়েছে। শনিবার প্রায় দিনভর যমুনা বিধৌত চৌহালী উপজেলার চরাঞ্চলের ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করা হয়েছে।

এছাড়া প্রতিটি সার্কেল ও থানার দায়িত্বে থাকা কর্মকর্তারাও তাদের এলাকার কেন্দ্রগুলো পরিদর্শন করছেন।

নিরাপত্তার জন্য ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে গণভোটের প্রচারে ব্যস্ত সময় পার করছে জেলা প্রশাসন।

জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তথ্য কার্যালয়, উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ ও এনজিওগুলোর মাধ্যমে চলছে উঠান বৈঠক, মতবিনিময় সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে মতবিনিময় সভা করা হচ্ছে।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার এসব কার্যক্রম তদারকি করছেন এবং নির্বাচনি আচরণবিধি প্রতিপালন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। সার্বিক নির্বাচনি পরিস্থিতির অভিযোগ গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকসহ ৬ জন অতিরিক্ত জেলা প্রশাসককে নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম আলোকিত বাংলাদেশকে বলেন, গণভোটের প্রচার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় প্রতিনিয়ত জেলা ও উপজেলা পর্যায়ে জুম মিটিং ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দায়িত্বপ্রাপ্তদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। ভোটের দিন ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিং করা হবে।

এছাড়া চরাঞ্চলের কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তাসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জেলার ৬টি আসনে মোট ৯২৩টি ভোটকেন্দ্র রয়েছে এবং মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। ইতিমধ্যেই ভোটকেন্দ্রসমূহে জেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

১৭৮টি অধিক ঝুঁকিপূর্ণ,সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত