ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

নির্বাচনে কারচুপি হলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: আব্দুল্লাহ আল ফারুক

নির্বাচনে কারচুপি হলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: আব্দুল্লাহ আল ফারুক

কক্সবাজারের চকরিয়ার বরইতলী একতাবাজারে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের সমর্থনে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ মাগরিব এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া–পেকুয়া আসনের ১০ দলীয় জোট মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।

তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সমতার ভিত্তিতে উন্নয়ন এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হলে জনগণ তা মেনে নেবে না— এমন পরিস্থিতিতে আরেকটি গণঅভ্যুত্থান ঘটতে পারে। একই সঙ্গে তিনি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

পথসভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, চকরিয়া উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমির মাওলানা ছাবের আহমেদ এবং বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান। হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, মাষ্টার মোহমুদুল হাসান।

ইউনিয়ন জামায়াতের সভাপতি জায়েদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি শওকতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

পথসভা শেষে আয়োজকেরা শান্তিপূর্ণভাবে প্রচারণা কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচন,কারচুপি,গণঅভ্যুত্থান,আব্দুল্লাহ আল ফারুক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত