রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি দেশীয় তৈরি সচল পাইপগানসহ মহিদুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
রোববার (২২ জুন) দিবাগত রাত ৩টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মহিদুল উপজেলার বহলাডাঙ্গা বালিয়ারচরপাড়া এলাকার যতন আলী মন্ডলের ছেলে।
রোববার রাতে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেব্রত সরকারের তত্ত্বাবধানে, পাংশা মডেল থানার এসআই মো. ওবায়দুর রহমান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিদুল স্বীকার করে যে, তার হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। পরে তার দেওয়া তথ্যমতে রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির রান্নাঘরের জ্বালানির (গোবরের মুঠিয়া) স্তূপের নিচে লুকানো একটি বাজারের প্লাস্টিক ব্যাগ থেকে দেশীয় তৈরি সচল একটি পাইপগান উদ্ধার করা হয়।
ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত মহিদুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ও অবৈধ অস্ত্র বিরোধী পুলিশের অভিযান অব্যাহত থাকবে।