রাজবাড়ীর গোয়ালন্দে দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর একটি টিম।
সোমবার (২৩ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- দৌলতদিয়ার ১নং ওয়ার্ড সাত্তার মেম্বার পাড়ার মো. বাচ্চু আলী সরদার (৪৩), সৈদাল পাড়ার মো. লিটন সরদার (৩৮)।
র্যাব সূত্র জানায়, শনিবার (২১ জুন) দুপুর সোয়া ১টার দিকে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল উপজেলার ভোলাই মাতুব্বরপাড়া এলাকার নতুন ব্রিজের পূর্ব পাশের পাকা সড়কে অভিযান চালায়। ওই সময় অভিযুক্তদের কাছে থাকা ৫২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তাদের আটক করা হয়।
পরে র্যাব সদস্য এসআই মো. রাকিবুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৪(খ) ধারায় একটি মামলা দায়ের করেন এবং আটক ব্যক্তিদের গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করেন।