দেশের ব্যবসায়ীদের মধ্যস্থতায় অর্থনীতি ও জনস্বার্থের কথা বিবেচনা করে অবশেষে ‘কমপ্লিট শাটডাউন’ প্রত্যাহারের ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
রোববার (২৯ জুন) ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শেষে এক বিবৃতিতে এ তথ্য জানান সংগঠনের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।
তিনি আরও জানান, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে গত কয়েকদিনের কর্মসূচি তথা ২৮ ও ২৯ জুন যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলেছে তার পরিপ্রেক্ষিতে আমদানি-রপ্তানি তথা দেশের অর্থনীতিতে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তা নিরসনে দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্যোগ ও আলোচনাকে আমরা স্বাগত জানাই। অর্থ উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতি পাওয়া গেছে। অন্যদিকে সরকার রাজস্ব ব্যবস্থার সংস্কারে যে পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করেছে সেটিকেও এনবিআর সংস্কার ঐক্য পরিষদ স্বাগত জানায়।
এর আগে, রোববার পৌনে ছয়টার দিকে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এনবিআরের অচলায়তন নিরসনে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সন্ধ্যা ৭টার দিকে বৈঠক শেষে তিনি জানান, এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের দাবির প্রেক্ষিতে পাঁচ সদস্যের সংস্কার কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, এনবিআর ৬ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
দুদকের এই কর্মকর্তা জানান, এনবিআরের কিছু অসাধু কর্মকর্তা মোটা অঙ্কের ঘুষ গ্রহণের বিনিময়ে করদাতাদের কর ফাঁকির সুযোগ করে দিচ্ছেন। করদাতাদের সঙ্গে যোগসাজশে তারা নির্ধারিত কর আদায় না করে করের পরিমাণ কমিয়ে দিচ্ছেন। এতে উভয়পক্ষই লাভবান হলেও সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
আবা/এসআর/২৫