অনলাইন সংস্করণ
২০:০৪, ২৬ অক্টোবর, ২০২৫
চলতি অক্টোবরের প্রথম ২৫ দিনে দেশে এসেছে ২০৩ কোটি ২৯ লাখ (২.০৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা ৫০ পয়সা ধরে হিসাব করলে, দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকা।
রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, অক্টোবরের প্রথম ২৫ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৮ কোটি ৪৬ লাখ ৪০ হাজার ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকে এসেছে ১৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪৪ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার, আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ লাখ ৭০ হাজার ডলার।
চলতি ২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে মোট ৯১৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। আগের অর্থবছরের একই সময়ে (২০২৪ সালের ১৩ অক্টোবর পর্যন্ত) রেমিট্যান্স ছিল ৮০৬ কোটি ৬০ লাখ ডলার। অর্থবছর ভিত্তিক হিসাবে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয় প্রবাহ বৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, রেমিট্যান্সে প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণে এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।