ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

টানা মূল্যবৃদ্ধির পর কমলো সোনার দাম

টানা মূল্যবৃদ্ধির পর কমলো সোনার দাম

টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির পর এবার দেশের বাজারে সোনা ও রুপার দাম কমেছে। সোনার দাম ভরিতে সর্বোচ্চ তিন হাজার ১৪৯ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন দরে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে দুই লাখ ৪৯ হাজার ৩১৮ টাকায়।

আগামীকাল শুক্রবার (২৩ জানুয়ারী) থেকে সারা দেশে এই নতুন দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনা ও রুপার দাম কমার তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী বা পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ায় সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজুসের ঘোষিত নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৮ হাজার ৪ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ৪ হাজার ৩ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা।

এদিকে রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ছয় হাজার ৩৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার ভরি ছয় হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৯০৭ টাকা।

কমলো সোনার দাম,টানা মূল্যবৃদ্ধি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত